বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে নগদঅর্থ ও সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশনায় এএসআই (নি.) রিমন ঘোষ একদল পুলিশ নিয়ে আলীগঞ্জ বাজারের নিকটবর্তী দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের গ্রেপ্তার করে। এসময় নগদ ৩ হাজার ২শত ১০টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র লুৎফুর রহমান (৩৭), মৃত সুরুজ আলীর পুত্র আশিকুর রহমান (৩৫), মৃত শুক্কুর খানের পুত্র গোলাপ খান (৩০), মৃত ছুরুক মিয়ার পুত্র আরজু মিয়া (৫০), রজব আলীর পুত্র খোকন মিয়া (৩০) এবং একই ইউনিয়নের জোড়ানগর গ্রামের মৃত দুদাই মিয়ার পুত্র জলফু মিয়া (৩০)।
এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় প্রকাশ্যে জুয়া আইনে মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।