G-X8PRCEGCWT

বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ডিজে নেহাসহ ছয়জনের বিচার শুরু

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ডিজে নেহাসহ ছয়জনের বিচার শুরু

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ফারজানা জামান নেহা ওরফে ডিজে নেহাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেন আদালত। আসামিরা হলেন মর্তুজা রায়হান চৌধুরী, মোসা. নুহাত আলম তাফসীর, শাফায়েত জামিল, মো. রিয়াজ উদ্দিন ও নুরুল আমিন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ জানুয়ারি বিকেল ৪টায় মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আসামি আরাফাতের বাসায় যান। আরাফাতের বাসায় স্কুটার রেখে আরাফাত, ওই তরুণী ও রায়হান একসঙ্গে উবারে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই আরেক আসামি নেহা ও একজন সহপাঠী উপস্থিত ছিলেন। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান।

মদপানের একপর্যায়ে ভুক্তভোগী তরুণী অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে এক বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান। সেখানে তরুণীকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন রায়হান। এসময় রায়হানের বন্ধুরাও রুমে ছিল।

ধর্ষণের পর রাতে ওই তরুণী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসিম খানকে ফোন দেন। সেই বন্ধু পরদিন এসে ওই তরুণীকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২১ সালের ৩০ জানুয়ারি তরুণী মারা যান।

ওইদিন রাজধানীর মোহাম্মদপুর থানায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে চারজনসহ অজ্ঞাত একজনের নামে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল হক ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এছাড়া মারা যাওয়ায় আসামি আরাফাত হোসাইনকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন।

শেয়ার করুন