সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে দক্ষিণ কোরিয়ায় আনসান শহরে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নবনির্বাচিত সভাপতি অশোক দাস, সিনিয়র সহ-সভাপতি রতন দে, সাধারণ সম্পাদক- সাইফুর রহমান বশির, উপদেষ্টা মীর আবু ফাহেদ সজল ও মোহাম্মদ মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাত ১২.১ মিনিটে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এরপরে পর্যায় ক্রমে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।