G-X8PRCEGCWT

মরহুম আজিজুর রহমান (তোতা মিয়া) স্বরণে দোয়াও ইফতার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩
মরহুম আজিজুর রহমান (তোতা মিয়া) স্বরণে দোয়াও ইফতার

কোম্পানীগঞ্জের দয়ার বাজার সংলগ্ন বালুচর আল আজিজিয়া জামে মসজিদে আজিজুর রহমান (তোতা মিয়া) স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বৃহত্তর দয়ার বাজার এলাকার সামাজিক, রাজনৈতিক, উলামায়ে কেরাম, তালেবুল ঈলম, মরহুমের আত্মীয় স্বজন ও গ্রামের কয়েকশত মুসল্লী অংশ নেন।

ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনায় মরহুম আজিজুর রহমান তোতা মিয়ার রুহের মাগফেরাত ও মরহুমের রেখে যাওয়া পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন শাহপরাণ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মোহাম্মদ মুসা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আল আজিজিয়া জামে মসজিদের পরিচালক মো. গিয়াস উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব আব্দুল গফুর, তফজ্জুল ইসলাম, হাজী আলা উদ্দিন, ব্যবসায়ী হাজী খোয়াজ আলী মো. বুরহান উদ্দিন, হাজী আমিরুল ইসলাম, সোলেমান তালুকদার, মরহুম আজিজুর রহমান তোতা মিয়া ফাউন্ডেশনের পরিচালক সাবেক ছাত্রনেতা বাহার আহমেদ রুহেল, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মুহিবুর রহমান, আব্দুল জব্বার, মো. লাল মিয়া, আব্দুর রউফ, নেওয়ারুন নেছা তাহফিযুল কোরআন মাদ্রাসায় মুহতামিম হাফিজ জহিরুল ইসলাম, আল আজিজিয়া জামে মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী, সাংবাদিক মঈন উদ্দিন মিলন, ব্যবসায়ী হাজী রইছ উদ্দিন, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ফাউন্ডেশনের পরিচালক সদস্য তরুণ ব্যবসায়ী নাজিম উদ্দীন আহমদ, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুবদল নেতা জামাল উদ্দিন, তরুণ ব্যবসায়ী সুজন মাহমুদ এমরান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ফটো সাংবাদিক ফখর উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন