নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নয়াসড়ক বিজনেস ফোরামের সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, ফ্যাশন হাউজ ‘মাহা’র স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাহি উদ্দিন আহমেদ সেলিম এর মাতা চেমন আরা বেগম মৃত্যুবরণ করেছেন।
তিনি শনিবার ( ১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। তিনি সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। রোববার আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা সম্পন্ন হয়।
এদিকে, মাহি বিন সেলিমের মাতৃবিয়োগে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোক :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নয়াসড়ক বিজনেস ফোরামের সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিমের মাতৃবিয়োগে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ সভাপতি মোঃ আতিক হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়রের শোক :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশেনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমার রোহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ।
রোববার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, মরহুমা চেমন আরা বেগম একজন আর্দশ মা এবং গৃহীনি ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন । পরিবারের স্বজনদের শোক সইবার শক্তি আল্লাহ দান করুন।