সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সিসিকের বাস্তবায়নে এবং সিলেট জেলা ক্রীড়া কার্যালয়ের সহযোগিতায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু-সহ অতিথিবৃন্দ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন এলাকায় শিশু-কিশোর কাবাডি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার নগরের শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সিলেট সিটি করপোরেশনের বাস্তবায়নে এবং সিলেট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সহ-সভাপতি আব্দুল আহাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের স্কাউট জোনের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল হক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ক্রীড়া শিক্ষক মজিদ রহমান মজিদ, ইউনিসেফ বাংলাদেশ এর সদস্য শফিকুল ইসলাম, পলাসী মজুমদার, তাসলিমা বেগম, আকলিমা আক্তার আখি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাসান আল মাহমুদ। গীতাপাঠ করেন পমি মল্লিক। কাবাডি খেলায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে চ্যাম্পিয়ন হয়। বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে রানারআপ নির্বাচিত হন।