হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি ইছমাইলকে গ্রেপ্তার করেন। তিনি মামুদপুর গ্রামের মৃত আলী আফছরের ছেলে।
অপর এক অভিযানে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাঠিহারা গ্রামের তনু মিয়ার ছেলে মবিনকে (২০) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেন।
দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।