G-X8PRCEGCWT

শফিক চৌধুরীর বাসায় চা-চক্রে অংশ নিলেন বাহাউদ্দিন নাছিম-আহমদ হোসেন

একাত্তর ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
শফিক চৌধুরীর বাসায় চা-চক্রে অংশ নিলেন বাহাউদ্দিন নাছিম-আহমদ হোসেন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সিলেট আসেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। একইসাথে সম্মেলনে বিশেষ অতিথি হয়ে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে সম্মেলনে যোগদান শেষে সন্ধ্যায় সিলেট আসেন তারা। এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বাসায় চায়ের আমন্ত্রণে আসেন আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও আহমদ হোসেন।

শফিক চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। কুশল বিনিময় শেষে শফিক চৌধুরীর বাসায় চা-চক্রে অংশ নেন তারা। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের পাশে পেয়ে কর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সচেষ্ট থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ পলাশ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, ডা. শাকির আহমদ শাহীন, মনজুর শাফি চৌধুরী এলিম, বোরহান উদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, আফজালুর রহমান চৌধুরী নাজলু, শাহ আসাদুজ্জামান, ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিটু প্রমুখ।

শেয়ার করুন