G-X8PRCEGCWT

শহীদ দিবসে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
শহীদ দিবসে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় শহীদমিনারে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা) পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতবন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণ হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও সদস্য শ্রাবণী তালুদার।
উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ বলেন, একুশ মানে মাথা নথ না করা। একুশ আমাদের অহংকার। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বর্ণমালা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি।

শেয়ার করুন