সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. ইমরানুর (৩৪) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৭ জুন) গভীর রাতে শাহপরাণের পীরেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মো. মইনুল ইসলামের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শনিবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ এলাকার পীরেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানকে আটক করা হয়। সে দীর্ঘদিন থেকে মাদকসহ বিভিন্ন অপরাধকর্মের জড়িত ছিলো।
তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে।