G-X8PRCEGCWT

শীতার্ত ভিক্ষুকদের মাঝে গ্রামীণ ব্যাংক সিলেটের শীতবস্ত্র বিতরণ

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩
শীতার্ত ভিক্ষুকদের মাঝে গ্রামীণ ব্যাংক সিলেটের শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক সিলেট যোন এর উদ্যোগে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক কুচাই দক্ষিণ সুরমা শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংক। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট যোনের ম্যানেজার মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক সিলেট যোন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের শুরু থেকেই শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। প্রতিবছর এভাবেই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় গ্রামীন ব্যাংক সিলেট যোন।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক সিলেট যোন ভিক্ষুকদের জীবনমান উন্নয়নের জন্য বিনা সুদে ঋণ দিয়ে যাচ্ছে। যাতে তাঁরা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হতে পারে।
শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, সিলেট যোনাল অডিট অফিসার নিতাই চন্দ্র ঘটক, এরিয়া ম্যানেজার শাহআলম মিয়া, গ্রামীন ব্যাংক কুচাই দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন কায়কোবাদ সহ কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন