সিলেট নগরের জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বারুতখানা মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব শেখ আব্দুল মতিন ধনপুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তিনি গত বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আযহার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের নয়াসড়কস্থ নিজ বাসভবনে বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ পরদিন শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মাওলানা ফজলুল করিম মিনহাজ। পরে নগরের হযরত মানিকপীর (র.) এর টিলায় দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জের ওসমানী নগর উপজেলার ধনপুর নিবাসী আল্লামা আলহাজ্ব শেখ আব্দুল মতিন ধনপুরী কর্মময় জীবনে মেজরটিলা বাঘমারা সৈয়দ মোহাম্মদ কাওছার আলী নূরানীয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম ছাড়াও সিলেটের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতায় জড়িত ছিলেন।