G-X8PRCEGCWT

দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রেসিডেন্ট রানু মিয়া, সেক্রেটারি শামীম আহমদ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩
<span style='color:#077D05;font-size:19px;'>দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত</span> <br/> শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রেসিডেন্ট রানু মিয়া, সেক্রেটারি শামীম আহমদ

মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার শপথ নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও অন্তরঙ্গ পরিবেশের মধ্য দিয়ে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হল রুমে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠণের সভাপতি আব্দুল অদুদ দিপকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াসেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কর্ম তৎপরতার ও আর্থিক রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন প্রফেসর আব্দুল হাই।

দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও প্রধান নির্বাচন কমিশনার কে এম আবুতাহের চৌধুরী।

নির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আগামী দুই বছরের জন্য সমঝোতার ভিত্তিতে গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম আবুতাহের চৌধুরী, নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ছোটন ও নির্বাচন কমিশনার ব্যারিস্টার মোহাম্মদ লিয়াকত আলী।

আগামী ২০২৩-২৫ সালের জন্য শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হয়েছেন মোহাম্মদ রানু মিয়া, সহ সভাপতি সৈয়দ ওয়াসেক আহমদ, সাধারন সম্পাদক শামীম আহমদ, ট্রেজারার আশফাক হোসেন রুপক, জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, জয়েন্ট ট্রেজারার শাহ তফজ্জুল হক, নির্বাহী সদস্য আব্দুল অদুদ দিপক, মোহাম্মদ ফেরদৌস আলম, শাহ আলি আহমেদ মিয়া, সৈয়দ সাজিদ উদ্দিন, শাহ জুলফিকার আলি, সালেহ আহমদ, মোহাম্মদ আব্দুল হাফিজ সেলিম, মোহাম্মদ গনি, মোহাম্মদ কামরুজ্জামান দিলু, সৈয়দ মুরাদ আলি ও আলিমুল হোসেন।

সভার শেষ পর্যায়ে বৃটেন সফররত বিশিষ্ট রাজনীতিবীদ ড. রেজা কিবরিয়া সভায় উপস্থিত হন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠণের কাজের ভূঁয়শী প্রশংসা করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- ট্রাস্টের অন্যতম উদ্যোগতা ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আবুল কালাম, অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মঈন চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক জয়নাল আবেদিন, অন্যতম উপদেস্টা আবুল কালাম আজাদ ছোটন, ট্রাস্টের সাবেক সহ সভাপতি মো. আব্দুল হাই, মোজাহিদ আলী, শামীম আহমেদ, হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন, তোফায়েল আহমেদ, আলী আহমদ মিয়া, হাবিবুল হক পারুল, প্রমুখ। অনুষ্ঠানে লন্ডন ছাড়াও বৃটেন বিবিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রকৃত দেশপ্রেমিক তারাই যারা প্রবাসে থেকেও মাতৃভূমির ভালোবাসায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করে নিজের শ্রমের অর্থ ও মেধা দিয়ে সাহায্য করেন। নিজেদের জীবনকে যারা মানুষের কল্যাণে নিবেদিত রাখেন পৃথিবীতে কিছু পাওয়ার আশা না করেই। বক্তারা শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ ট্রাস্টের কার্যক্রম মানবতার কল্যাণের জন্য, দেশের অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের সুচিকিৎসার জন্য, প্রকৃত মেধাবী আগামী প্রজন্মের জন্য এবং শিক্ষায় পিছিয়ে পড়া আমাদের জন্ম মাঠির মানুষের জন্য।বক্তারা বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমরা ভালো কাজ করলে আমাদের ভবিষ্যত প্রজন্ম উৎসাহিত হবে, শেঁকড়ের সাথে তাদের বন্ধন শক্ত হবে।

শেয়ার করুন