G-X8PRCEGCWT

শ্রীমঙ্গলে বজ্রপাতে শিশুর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশিত জুন ১৬, ২০২৩
শ্রীমঙ্গলে বজ্রপাতে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনায় বজ্রপাতে ইমাম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার আলিসারকুল গ্রামের মালেক মিয়ার ছেলে। শুক্রবার ১২টার দিকে উপজেলার ভূনবীর চৌমুহনা সংলগ্ন খোলা মাঠে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূনবীর চৌমুহনা এলাকার একটি রাইস মিলে কাজ করতো ইমাম হোসেন। বৃষ্টির সময় সে রাইস মিলের বাহিরে খোলা মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, মৃত অবস্থায় স্থানীয়রা এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) স্বদ্বীপ তুলকদার বলেন, ‘নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সাহায্য সহযোগিতা করা হবে।’

শেয়ার করুন