G-X8PRCEGCWT

শ্রীলেখার কড়া জবাব

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩
শ্রীলেখার কড়া জবাব

বিনোদন ডেস্ক
টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের নায়িকা তিনি এটা কারও অজানা নয়। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্টে কমেন্ট আসে ভার্জিন লাগছে তোমাকে। এর বিপরীতে স্কিনশর্ট প্রকাশ করে ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ভার্জিন কী করে কাউকে দেখতে লাগে, যদি একটু বুঝিয়ে দেন। আমার এ বিষয়ে জেনারেল নলেজ খুবই কম আর আপনাদের দেখছি এবার থেকে আমায় অনলাইন বানান ক্লাস নিতেই হবে। শ্রীলেখার এমন কড়া জবাবে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া।

শেয়ার করুন