যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিকে এগিয়ে নিতে কাজ করছেন সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ দিলওয়ার হোসেন। প্রবাসে এরকম কিছু মানুষের কারণে অসহায়-দুস্থ এবং অভাবীরা সাহায্য-সহযোগিতা পেয়ে থাকেন। দেশের জন্য তারা অপরিসীম মমত্ববোধ উপলব্ধি করেন। মোঃ দিলওয়ার হোসেন এমনই এক ব্যক্তিত্ব।
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ দিলওয়ার হোসেন’র সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পাণ্ডুলিপি প্রকাশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সিলেটের শত বছরের পুরনো প্রতিষ্ঠান নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা হলে অনুষ্ঠিত হয়।
পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), পার্কভিউ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. ওসুল আহমদ চৌধুরী, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সংগঠক ও সমাজসেবী মোঃ দিলাওয়ার হোসেন।
কবি ও সাংবাদিক জালাল জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি, গীতিকার ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট শাহজাহান, কবি ও গল্পকার শেলী ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন কবি পপি রশিদ, কবি কে জে লিপি, কবি জুঁই ইসলাম, কবি মাসুমা টফি একা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সমাজসেবক মোঃ দিলওয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জীবনে মানুষের ভালোবাসায় দারুণভাবে সিক্ত হয়েছি। এ বিষয়টি আমাকে সমাজসেবায় উদ্বুদ্ধ করেছে। ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে সমাজকল্যাণের স্বপ্ন দেখি। আজকের এই অনুষ্ঠান আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।