G-X8PRCEGCWT

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩
সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

যেখানে মাদকাসক্তি কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসার কথা, সেখানেই নিজের হাতে প্রাণনাশ ঘটালেন আদিল আহমদ(২৯)। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সিলেট মহানগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

আত্মহত্যাকারী আদিল আহমদ সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। আদিল ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন