একাত্তর ডেস্ক
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত ভারত ও বাংলাদেশের ৩টি লায়ন্স ক্লাবের উদ্যোগে সিলেটে শনিবার (২১ জানুয়ারি) সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের টুকেরবাজারস্থ সুজাতপুরের হাজি আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়ে চলবে দিনব্যাপী। ক্লাব ৩টি হচ্ছে- লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সি (জেলা-৩১৫ বি ১- বাংলাদেশ) ও লায়ন্স ক্লাব অফ খোয়াই (ইন্ডিয়া)।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগরের মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ সিলেট সিটি’র সভাপতি মো. আনোয়ার রশিদ।
লিখিত বক্তব্যে তিনি জানান- শনিবার দিনব্যাপী পরিচালিত কার্যক্রমে ওই এলাকার শিক্ষার্থীসহ ১২শ অসহায়-গরিব মানুষকে সেবা প্রদান করা হবে। এ কার্যক্রমের আওতায় হাজি আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ পাশর্^বর্তী ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হবে। এছাড়াও টুকেরবাজারের সুজাতপুরসহ আশপাশ গ্রামের কয়েকশ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ, বিনা খরচে রক্ত, ডায়াবেটিস ও চোখের পরীক্ষা করা হবে। কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। গরিব শীতার্তদের মাঝে বিতরণ করা হবে কম্বল। এসব কার্যক্রম ছাড়াও এ ৩টি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওই এলাকায় শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের আগরতলা থেকে আগত সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রাজকুমার রিঙ্গানিয়া, লায়ন্স ক্লাব অব খোয়াই (ইন্ডিয়া)-এর সভাপতি লায়ন সুপ্রিয় মোদক, ভারতের লায়ন প্রণব বণিক, ১ম ভাইস জেলা গভর্নর (৩১৫ বি-১) লায়ন লুৎফুর রহমান, ২য় ভাইস জেলা গভর্নর (৩১৫ বি-১) লায়ন আশরাফ এইচ খান হীরা, সাবেক জেলা গভর্নর লায়ন ডা. আজিজুর রহমান ও শফিকুল আজম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব রিজেন্সির সভাপতি লায় আকতারুজ্জামান এবং ৩ ক্লাব ও লিউ ক্লাব রিজেন্সির সদস্যবৃন্দ।