সম্প্রতি লন্ডনে এবং ইতোপূর্বে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠি হয়েছে।
সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে আমরা সিলেট বাসীর ব্যানারে এ মানববন্ধন করেন প্রবাসীরা। এতে রাজনৈতিক, সাংবাদিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অশ্রগ্রহণ করেন। কর্মসূচীর শুরুতে হামলায় নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
মানবাধিকার কর্মী সাংবাদিক আনসার আহমদ উল্যার সভাপতিত্বে এবং সমাজকর্মী আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
এসময় বক্তারা বলেন, জঙ্গিদের কোন ধর্ম বা বর্ণ নেই, এরা মানবতা ও ইসলামের শত্রু। এরা ধর্মকে কলঙ্কিত করছে, এদের সম্মেলিতভাবে প্রতিরোধ করতে হবে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের জন্য জঙ্গীরা হুমকি। সিলেটের জঙ্গি হামলাকে ন্যাকারজনক এবং বর্বর উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন মানববন্ধনের বক্তারা। এই জঙ্গী অভিযানে সাফল্যজনক ভূমিকা রাখায় প্রবাসীদের পক্ষে মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ সাধারন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, মানবতা বিরুধী এই অপশক্তিকে রুখতে আপনাদের এই ভূমিকা জাতী স্মরণ রাখবে। এই অপশক্তি রুখতে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে আহবান জানানো হয় রাজনৈতিক দলগুলোর প্রতি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সর্বজনাব লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মাহবুব রহমান, কাউন্সিলার ও কাউন্সিলের বিরোধী দলের নেতা অলিউর রহমান, জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর কামাল মেহেদী, রাজনীতিক সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল খাঁন, সাংবাদিক ওমর ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারী তওহিদ আহমদ, সাংবাদিক আমিমুল এহসান তামিম, বাতিরুল হক, সরদার কবি নজরুল ইসলাম, এডভোকেট মুহিব উল্যা, লুটন আওয়ামীগের সভাপতি সাজ্জাদুর রহমান, লুটন যুবলীগ সেক্রেটারী খানসুর রহমান, এম এ হাকিম ও খালেদ আহমদ প্রমুখ।