G-X8PRCEGCWT

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব¡ গ্রহণ করেছেন। সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সাবেক কমিটি নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব¡ হস্তান্তর করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. জমির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার দিলীপ চন্দ্র করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এ সময় উপস্তিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য নাজমুল হোসেন খান, প্রনয় চক্রবর্তী পুলক, শাহ আব্দুল মতিন, সালেহ আহমদ, দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান প্রিজাইডিং অফিসার নিজাম উদ্দিন, দিলাল আহমদ, সহকারী প্রিজাইডিং অফিসার আমির উদ্দিন, সুনিল চন্দ্র পাল সহ প্রমূখ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য আব্দুল খালিক ও পবিত্র গীতা পাঠ করেন নবনির্বাচিত সদস্য বিপুল চন্দ্র দাশ।
অনুষ্ঠানের শেষে নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দিলাজ আহমদ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক, সহ-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক মো. আবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক সজিব কুমার চন্দ, লাইব্রেরী সম্পাদক মো. আছাদ উদ্দিন তালুকদার ও কার্যনিবাহী সদস্য বিজয়ী হন নেপুর চন্দ্র গুন, বিপুল চন্দ্র দাস, বিজিত দত্ত, মো. শরিফ আহমদ, মো. আলমগীর হোসেন, শাহ মো. এমাদুল হক রাজন, সোহাগ আহমদকে শপথ করান ও দায়িত্ব হস্তান্তর করেন সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ।

শেয়ার করুন