শান্তিপূর্ণ পরিবেশে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মেন্দিবাগস্থ সমিতির কনফারেন্স হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির ২৭৫ জন ভোটারের মধ্যে ২৪৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। বিকেলে গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু। নির্বাচনে আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু ও আয়কর আইনজীবী মো. খায়রুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
চূড়ান্ত ফলাফলে এম ই এম ইকবালুর রহমান ১৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমর বিজয় শী শেখর পান ১০৯ ভোট। মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ১৩২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১১২ ভোট। মো. সফিকুল ইসলাম ১৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত কুমার রায় এডভোকেট পান ১১১ ভোট। মো. মাজাহারুল হক ১০৮ ভোট পেয়ে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহিরুল ইসলাম রিপন ৯৩ ভোট ও মো. কামাল আহমদ ৪০ ভোট পান। সৈয়দ আব্দুল হামিদ ১২৪ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ ১২০ ভোট পান।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাউছার মাহমুদ চৌধুরী, সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোহাম্মদ আলী খোকন, মো. এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, মো. আবুল ফজল, আলী আহমদ নির্বাচিত হন।
নির্বাচন চলাকালীন সময়ে কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামসুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, এডভোকেট এ কে এম শমিউল আলম, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়, সিনিয়র আইনজীবী এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট বদরুল আহমদ আহমদ চৌধুরী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন। সকাল ৯টায় জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় তাদের ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সফলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি