সিলেট মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল করিম জোনাককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বর্তমান সভাপতি সুদীপ জ্যোতি এষ এ দায়িত্ব অর্পণ করেন। সুদীপ ব্যক্তিগত কাজে দেশের বাইরে রওয়ানা করেছেন। তার অনুপস্থিতিতে জোনাক সভাপতির দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত আবদুল করিম জোনাক দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মদন মোহন কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল করিম জোনাক দায়িত্বপালনে জাতীয়বাদী পরিবারের সকলের সহযোগিতা কামনা করেছেন। ছাত্রদল সংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে তার ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে (০১৭১২-৬৭৭২৩৫) যোগাযোগ করা যাবে।