G-X8PRCEGCWT

সিসিকের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
সিসিকের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট সিটি করপোরেশন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত বারোটা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী পুস্পস্তবক অর্পন করেন। দিবস উদযাপন উপলক্ষে ১২.২০ মিনিটে নগর ভবন প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্মদ মোখলেছুর রহমান, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, কাউন্সিলর মো. তারেক উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান. প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীগণ।

শেয়ার করুন