সুনামগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আমির আলী (৪৫) ও দোয়ারাবাজার উজেলার মো. ইসমাইল হোসেন (৪২)।
আমির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাতকের নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা বলেন, বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ছাতক উপজেলার কাড়ইলগাঁও গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান আমির আলী নামের ওই কৃষক। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে মো. ইসমাইল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যান ইসমাইল। মাছ ধরা অবস্থায় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।