G-X8PRCEGCWT

সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত জুন ১৮, ২০২৩
সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়কটি তলিয়ে গেছে বলে জানা গেছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

শনিবার (১৭ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৭২ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, টানা বৃষ্টিপাত হওয়ায় পানি বৃদ্ধি পাচ্ছে। এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, শনিবার বিকেলে থেকে তাহিরপুর আঞ্চলিক সড়কে পানি উঠে সড়কটি ডুবে গেছে। এ কারণে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন