দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবারের (১৫ জুন) দেওয়া ওই সতর্কবার্তায় সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৭২ ঘণ্টা। ঠিক সেই সময়ের মধ্যেই বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটের প্রধান নদী সুরমা।
গত বৃহস্পতিবারে আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ রবিবারের দিকে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই কংশ, সোমেশ্বরী, যদুকাটার পানির স্তর দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এরই মধ্যে শনিবার (১৭ জুন) সকালে সিলেটের নদ-নদীগুলোর পানি ছিলো বিপৎসীমা ছুঁইছুঁই। সংশ্লিষ্টদের আশঙ্কাকে সত্যি করে বিকালের মধ্যে সিলেটের প্রধান নদী সুরমায় সেই সীমা ছাড়িয়ে পানি উঠলো আরও উপরে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে জানান, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৩টার দিকে পানি ছাড়িয়ে যায় বিপৎসীমা। এসময় এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। বিপদসীমা ছিলো ১২.২৬ পয়েন্ট।
সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত সিলেটে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে দুপুর ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার সমূহ আশঙ্কা রয়েছে।