হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সেলিম মিয়া (৩০) নামের এক যুবকের। শুক্রবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
মৃত সেলিম মিয়া ওই গ্রামের সুন্দর আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান জানান, সেলিম মিয়া নামে ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করতে যান। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।