G-X8PRCEGCWT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি : সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জে ট্রাক পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার পুত্র মজনু মিয়া (৫০) ও রসুলপুর গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান- শুক্রবার বিকেল ৫টার দিকে সুটকি ব্রীজ এলাকায় ট্রাক পিকআপ ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যায়। তার পুরো পরিচয় একনও পাওয়া যায়নি।

(ওসি) বলেন- আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে।

শেয়ার করুন