আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আম্বরখানা এলাকায় গনসংযোগ করা হয়। গনসংযোগে নেতৃত্ব দেন বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, প্রভাষক অশেষ রায়, শ্রমিক নেতা মনজুর আহমদ, হারুন মিয়া, জাহেদ আহমদ, অভি ইসলাম, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী প্রমূখ।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, দেশে এখন চলছে পুঁজিবাদী-ফ্যাসিবাদী শাসন। সামরিক -বেসামরিক আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, সাংবিধানিক,স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত সংস্থা, নির্বাচন কমিশন, রাতারাতি বিত্তবৈভবের মালিক বনে যাওয়া কথিত উদ্যোক্তাগোষ্ঠী, ব্যাংক ফাঁকা করে দেওয়া ঋণখেলাপি,ঋণ অবলোপনকারী, বিদেশে টাকা পাচারকারী, সিন্ডিকেট কারসাজির ব্যবসায়ী, ইত্যাদি মিলিয়ে এক কঠিন রাষ্ট্রীয় জগদ্দল পাথর জনগণের বুকে চাপানো রয়েছে। জনগণ এ অবস্থার অবসান চায়।
বক্তারা বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম তথা এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি