G-X8PRCEGCWT

সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়: বাম গণতান্ত্রিক জোট

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩
সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়: বাম গণতান্ত্রিক জোট

চলমান রাজনীতি ও করণীয় প্রসঙ্গে’ বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিষ্ট লীগ সিলেট জেলার সভাপতি সিরাজ আহমেদ সভাপতিত্বে ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিষ্ট লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু এবং বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বিপ্লবী কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তৈমুর খান তপু।
সভায় আরো বক্তব্য রাখেন, সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন,উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক মুখলেছুর রহমান, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহ্বায়ক মনীষা ওয়াহীদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গত ১৫বছরে আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। চাল, ডাল, তেলসহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। দেশের ৬৮শতাংশ গরীব মানুষ তাঁর দিনের খাবার কমিয়েছে। ভিন্নমত ও বিরোধী শক্তিকে যেকোন ভাবে দমন করছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা কালাকানুন করে ভিন্নমতকে দমন করছে। এমনকি নূন্যতম ভোটাধিকার প্রয়োগেরও সুযোগ এখানে নেই। তল্পিবাহক নির্বাচন কমিশনকে দিয়ে আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে এগুচ্ছে। এ পরিস্থিতিতে কোন দলীয় সরকারের অধীনে আপেক্ষিক ভাবে সুষ্ট নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের আমূল-সংস্কার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ও তদারকি সরকার ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনে বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধতার বিকল্প নেই। তাই বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে জনগণকে যুক্ত করে আন্দোলন গড়ে তুলতে হবে। এ লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন