শুভ বাংলা নববর্ষ ১৪৩০ বাংলার পহেলা বৈশাখ উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে কোম্পানীগঞ্জে। শস্য কর্তন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা ছিলো দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে।
নতুনের আহবানে পেছনের সকল গ্লানি মুছে বাংলা নববর্ষের সকল আয়োজনকে সফল করতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা চত্বরে মিলিত হন।
১৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিক পরিষদ মাঠে বর্ষবরণ-১৪৩০ উদযাপন আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গল শোভাযাত্রাটি ফের উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তউফিক, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, সাংবাদিক তারিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।
বর্ষবরণের মধ্যে উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা ছিলো শস্য কর্তন অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নমুনা শস্য কর্তন উদ্বোধন করেন।