গত দুই বছরে অনেকটাই বদলে গেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এই সময়ে গতানুগতিক কাজ করেননি তিনি। নায়িকার খোলস ছেড়ে নিজেকে মেলে ধরেছেন একজন অভিনেত্রী হিসেবে। ওয়েবে তার বেশকিছু কাজ নজর কেড়েছে।
সর্বশেষ ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মে তমার দুর্দান্ত অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। এবার ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। এ সিনেমায় তমা অভিনয় করেছেন ‘ময়না’ চরিত্রে। এখানে তার নায়ক আফরান নিশো। নিজের শতভাগ দিয়েই এখানে অভিনয় করেছেন বলে জানান তমা। তিনি বলেন, গত কয়েকদিন অসুস্থ থাকলেও নানাভাবে সিনেমার প্রমোশন করে যাচ্ছি।
‘সুড়ঙ্গ’ সিনেমা দেখে এর গল্প ও প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ মানুষের মনে বিশ্বাস অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে। এ গল্পটাই দর্শক উপলব্ধি করবেন সিনেমার মাধ্যমে।
আমি আমার ময়না চরিত্রটি শতভাগ মনোযোগ দিয়ে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ছবির মাধ্যমে নিশো ভাই প্রথমবার সিনেমায় কাজ করলেন। সব মিলিয়ে একটি পরিপূর্ণ সিনেমা যাকে বলে সেটাই হলো ‘সুড়ঙ্গ’। আমার বিশ্বাস ছবিটিকে ঘিরে দর্শকের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবে।