জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪৫টি গরু ও ১১০টি ছাগল কোরবানীর করে সিলেটের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। গত ২৯ জুন থেকে ০১ জুলাই টানা তিন দিন যাবত একযোগে সিলেটের মোগলাবাজার, খালেরমুখ, দাউদপুর, রেঙ্গা হাজীগঞ্জ, কটালপুর, দীনপুর, ইনাতআলীপুর ও সিলেট শহরের রায় নগর, পীর মহল্লাসহ বিভিন্ন স্থানে এসব গোস্ত বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসি ট্রাস্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও ট্রাস্টের চেয়ারপারসন রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া), ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হিরন মিয়া, মইনুল ইসলাম মঞ্জু, আব্দুল মোমিন, মো. শাহাব উদ্দিন শিহাব, মো. শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমরান, শাহজাহান মিয়া, সোয়েব আহমদ, শাকিল মাহমুদ মঈন সহ প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।
বক্তারা, আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও রাবেয়া তাহেরা মজিদ এর গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।