ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ড (সিলেট সিটি কর্পোরেশন)’র উদ্যোগে ১৪তম এসএসসি ও দাখিল মডেল টেস্ট-২০২৪ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন।
ফ্রেন্ডস ক্লাব ২৭ নং ওয়ার্ড এর সভাপতি নাকিব খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোটাটিকর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ নূরুল, কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান চৌধুরী খয়রু, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ,গোটাটিকর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, ফ্রেন্ডস ক্লাব ২৭ নং ওয়ার্ডের উপদেষ্টা ও সাবেক সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সাংবাদিক ও নাট্য অভিনেতা শিপন আহমদ, এম এফ আই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম।
ফ্রেন্ডস ক্লাব ২৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক সুজিত চন্দ ও সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অপু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক সানিয়ান আহমদ চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ ধর্ম সম্পাদক আবু সাঈদ রায়হান। ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন, সহ সভাপতি শিমুল ইসলাম। উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব ২৭ নং ওয়ার্ডের সহ সভাপতি নিজামুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আফজাল খান, অর্থ সম্পাদক আবেদ আহমদ, সদস্য, সোহানুর রহমান সোহান, মুহিতুর রহমান অপু প্রমুখ।