G-X8PRCEGCWT

রাস্তার পাশ থেকে বাস হেলপারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪
রাস্তার পাশ থেকে বাস হেলপারের মরদেহ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে রাস্তার পাশ থেকে আব্দুল আহাদ (৩৫) নামের এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া স্কুলের সামন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল আহাদ সিলেট-জকিগঞ্জ সড়কে চালিত বাসের হেলপার ছিলেন। বৈবাহিক জীবনে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী বিরতিহীন বাসে করে মেওয়া এলাকায় গেলে অসুস্থতাবোধ করে গাড়ি থেকে নেমে যান। এর কিছু সময় পরেই তার মরদেহ মিলে রাস্তার পাশে। তাঁর বুকে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে আহাদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিচ্ছে না তার পরিবার। তাদের দাবি, আহাদকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। দুর্ঘটনার কারণ খুঁজছি। নির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন