G-X8PRCEGCWT

যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত সংগীতশিল্পী সবুজ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত সংগীতশিল্পী সবুজ

যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগীতে অবদানের জন্য পুরস্কার পেলেন সংগীতশিল্পী সবুজ। সোমবার (১২ ফেব্রুয়ারি)পর্তুগালের লিসবনে একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরীসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র থেকে আগত বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই উপস্থিত ছিলেন।

নব্বইয়ের দশকে সংগীতে ক্যারিয়ার করা সবুজ বলেন, তিনি পুরস্কারপ্রাপ্তির আশায় গান করেন না। গানকে তিনি ভালোবাসেন এবং এটা তাঁর পেশা। তবে যেকোনো পুরস্কারই দায়িত্ব বাড়িয়ে দেয়।

এ ছাড়া যুক্তরাজ্যের একজন গীতিকার ও সুরকারের কথা ও সুরে গানে কণ্ঠ দিয়েছেন সবুজ। শিগগিরই সেসব গান শ্রোতাদের জন্য প্রকাশ করবেন বলে জানান। ১৯৯১ সালে সলিড ফিঙ্গারসের ব্যানারে ‘মিষ্টি মেয়ে চোখটি তোল’ গানটি সাড়া ফেলে। এরপর ২০১০ সালে তিনি আরটিভি আয়োজিত ব্ল্যাক হর্স আরটিভি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হন।
পুরস্কার পর্ব শেষে সবুজ ছাড়াও তোশিবা ও ওয়াহিদ সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন