G-X8PRCEGCWT

আইফোনে ব্যক্তিগত ছবি-ভিডিও লুকিয়ে রাখবেন যেভাবে

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
আইফোনে ব্যক্তিগত ছবি-ভিডিও লুকিয়ে রাখবেন যেভাবে

বিশেষ কোনো মুহূর্ত কিংবা নিজের কোনো ব্যক্তিগত ছবি-ভিডিও করে রাখেন অনেকে। তবে এগুলো লুকিয়ে না রাখলে যে কোনো সময় অন্যের হাতে চলে যেতে পারে। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। আইফোনে আছে এই সুবিধা। আইফোনের সর্বশেষ আইওএস ১৬ আপডেটে এরই মধ্যে চালু হয়ে গেছে এই ফিচার।

এখন আইফোনের ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীরা তাদের ফটো এবং ভিডিওগুলো একটি অ্যালবামে লুকিয়ে রাখতে পারেন। নিজেদের আইফোন অন্য কাউকে দেওয়ার সময় এই ফিচারটি ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।

আইফোনের ব্যবহারকারীরা নিজেদের ফটোগুলো একটি পাসওয়ার্ড বা ফেসআইডির মাধ্যমে লুকিয়ে রাখতে পারেন এবং লক করে রাখতে পারেন। এমনকি সেই ছবি-ভিডিওগুলো হাইড অ্যালবামে চলে যাবে, ফলে সেগুলো ব্যবহারকারীদের লাইব্রেরিতে, অন্যান্য অ্যালবামে বা তাদের হোম স্ক্রিনের ফটো উইজেটে প্রদর্শিত হবে না।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আইফোনে ছবি-ভিডিও লুকিয়ে রাখবেন

>> প্রথমেই আপনার আইফোনের ফটো অ্যালবাম ওপেন করুন।
>> এরপর যে ফটো বা ভিডিওটি লুকিয়ে রাখা দরকার সেটি নির্বাচন করুন।
>> এরপর মোর অপশনে ক্লিক করুন।
>> সেখান থেকে হাইট অপশনে ক্লিক করুন।
>> এরপর যে ছবি বা ভিডিও লুকিয়ে রাখা দরকার, তা নিশ্চিত করতে কনফার্ম অপশন সিলেক্ট করে দিন।

এই ছবি এবং ভিডিও যদি আনহাইড করতে চান তাহলে-
>> প্রথমেই ফটো ওপেন করে অ্যালবাম অপশনে ক্লিক করুন।
>> এরপর স্ক্রল করে নিচের দিকে যান, সেখানে পাবেন হাইট আন্ডার ইউটিলিটিস অপশন বেছে নিন।
>> এখন নিজের লুকানো অ্যালবাম আনলক করতে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করতে হবে।
>> এরপর যে ফটো বা ভিডিওটি আনহাইড করা দরকার, সেটিতে ক্লিক করুন।
>> এখন মোর অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে আনহাইড অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: অ্যাপল ডটকম

শেয়ার করুন