G-X8PRCEGCWT

ফিরেই ‘নায়ক’ মেসি

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে দেখা গেল লিওনেল মেসিকে। ম্যাচের আগে প্রয়াত ফুটবল লিজেন্ড পেলেকে জানালেন শ্রদ্ধা। আর গোল করে রাঙালেন প্রত্যাবর্তনটা। বুধবার ঘরের মাঠে লীগ ওয়ানের ম্যাচে অঁজের বিপক্ষে ২-০ গোলের জয় কুড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে অপর গোলটি করেন ফরাসি তারকা হুগো একিতিকে।

লীগ ওয়ানের আগের ম্যাচেই লঁসের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল পিএসজি। ওই ম্যাচে ছিলেন না মেসি। খেলা শেষে লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলেন, ‘আমি প্রতিপক্ষ নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু পিএসজি নেইমার ও মেসিকে মিস করেছে। বিশেষ করে, বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির অভাব বোধ করেছে তারা।’

বুধবার অঁজের বিপক্ষে মাঠে নামেন দু’জনই। পার্ক ডি প্রিন্সেসে লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে শুরুর একাদশ সাজায় পিএসজি।

তবে ছুটিতে থাকায় এই ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। তবে মেসির জাদুতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচের পর দলের কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, ‘লিওনেল মেসি মাঠে থাকা মানে পিএসজির গ্যারান্টেড চান্স। আজ আরেকবার বিশ্বসেরা ফুটবলারকে দেখলাম আমরা।’
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য নিজেদের ক্লাবের দর্শকদের সামনে দেখিয়েছেন বিশ্বকাপে পাওয়া মেডেল। পিএসজিতে মেসির প্রত্যাবর্তনের ক্ষেত্রে অবশ্য তেমনটা দেখা যায়নি।

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। সংবাদমাধ্যম জানায়, পিএসজি যেহেতু ফ্রান্সেরই ক্লাব, তাই ফরাসি সমর্থকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে নাকি ম্যাচের আগে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়নি। তবে পিএসজির সমর্থকরা ঠিকই উষ্ণ অভ্যর্থনা জানায় মেসিকে। এজন্য ম্যাচ শেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালতিয়ে।

পিএসজি কোচ বলেন, ‘আমাদের সমর্থকরা যেভাবে তাকে (মেসি) স্বাগত জানিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ। বিষয়টি তার কাছে অনেক কিছু। ম্যাচ কঠিন হয়ে গেলেও আমাদের সমর্থকরা তার পাশে ছিল।’ মেসির দলে থাকা না-থাকার পার্থক্যও তুলে ধরেন পিএসজি কোচ। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ফিটনেস নিয়ে খুশি তিনি। গালতিয়ে বলেন, ‘অবশ্যই, দলে মেসির থাকা না থাকায় পার্থক্য আছে। মেসি-সহ এবং তাকে ছাড়া দল ভিন্ন। আজ রাতে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি গোল করেছে। আমরা সবাই জানি যে, সে গোল করতে পছন্দ করে, সে এমন একজন খেলোয়াড় যার গোলের প্রয়োজন। প্রথমার্ধের বিরতিতে তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে, সে কেমন অনুভব করছে। বলেছে, সে ভালো বোধ করছে। আমাদের মাঝে মেসিকে ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ। এমনকি সে ৯০ মিনিট খেলেছে, যা আরও ভালো ব্যাপার।’

এদিন প্যারিসে আর দশটা ম্যাচের মতোই স্বাভাবিকভাবে ওয়ার্মআপ করেন আর্জেন্টিনা অধিনায়ক। একটু ভিন্নতা ছিল। ম্যাচ শুরুর আগে প্রয়াত ব্রাজিলিয়ান গ্রেট পেলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ‘অমর পেলে’ লেখা সাদা টি-শার্ট পরে ওয়ার্ম আপ করেন। একই টি-শার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও।

পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। পঞ্চম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। ফরাসি ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে এনে দেন দলের প্রথম গোল। ২৪তম মিনিটে মেসির ফ্রি কিকে রামোসের হেড কোনোমতে ফেরান অঁজের গোলরক্ষক। দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি।

৩৩তম মিনিটে ডি বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মেসি। তার বাঁকানো শট ঝাঁপিয়ে কোনো মতে ব্যর্থ করে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। ৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দেন। তবে ভিএআরের সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। চলতি আসরে লীগে মেসির অষ্টম গোল এটি। ৮৩তম মিনিটে মেসির পাসে বল জালে পাঠান নেইমার। তবে অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় তার গোল। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীষে রয়েছে পিএসজি। লিগ ওয়ানের ইতিহাসে মৌসুমে প্রথম ১৮ ম্যাচে এরচেয়ে বেশি পয়েন্ট অর্জনের নজির আছে তিনটি। পিএসজি ২০১৫-১৬ মৌসুমে ৪৮, অলিম্পিক লিঁও ২০০৬-০৭ মৌসুমে ৪৯ এবং পিএসজি ২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ ৫০ পয়েন্ট তোলে।

শেয়ার করুন