G-X8PRCEGCWT

মাদরাসাছাত্রীকে অপহরণ-ধর্ষণ, দম্পতিসহ গ্রেপ্তার ৩

একাত্তর ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
মাদরাসাছাত্রীকে অপহরণ-ধর্ষণ, দম্পতিসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১১) অপহরণের পর বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রীকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রাম থেকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের আজিজুল (৩৫), তার স্ত্রী মনি আক্তার (৩০) ও একই গ্রামের লিমন মিয়া (২৮)।
ভুক্তভোগী ছাত্রীর মায়ের ভাষ্যমতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে মাদরাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করেন। নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে ধর্ষণ করেন। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করেন। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন