G-X8PRCEGCWT

ঈদে শ্রাবণ্যের ‘লাভ স্টোরি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত জুন ২৮, ২০২৩
ঈদে শ্রাবণ্যের ‘লাভ স্টোরি’

শ্রাবণ্য তৌহিদা (ফাইল ছবি)

চলতি সময়ের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। মাঝে মধ্যে অভিনয়েও দেখা মেলে তার। এবারের ঈদেও দুটি নাটকে হাজির হবেন শ্রাবণ্য। এর একটি হলো মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘লাভ স্টোরি’ আর অন্যটি আদনান ফারুক পাপনের ‘স্ট্রেঞ্জার’। প্রথমটিতে তার বিপরীতে রয়েছেন আরশ খান।

আর অপরটিতে আছেন শ্বাশত। দুটো নাটকই জিটিভিতে এবং প্রগতি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে। শ্রাবণ্য বলেন, নাটক দুটির গল্প খুব সুন্দর। আমার চরিত্র দুটিও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস প্রচার হলে সবার ভালো লাগবে নাটক দুটি।

এদিকে ঈদে শ্রাবণ্যকে পাওয়া যাবে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনায়। এরমধ্যে রয়েছে চ্যানেল নাইনে ৭ পর্বের একটি কুকিং শো করেছি। বিটিভির ব্যান্ড শো সঞ্চালনা করেছেন তিনি। এ ছাড়া ঈদের দিন থেকে ৭ দিন প্রচার হবে দুটো লাইভ শো। একটি চ্যানেল ২৪-এ ‘শাইন উইথ শ্রাবণ্য’ রাত সাড়ে ৯টায়, অন্যটি আরটিভিতে মিউজিক্যাল লাইভ যেটি প্রচার হবে রাত ১১টায়।

শেয়ার করুন