সিলেটের খাদিমনগরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৪ সম্পন্ন হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী এ ঐতিহ্যেবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ ভূইয়া এটিএম ওবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, পিঠা উৎসব-২০২৪ এর সভাপতি ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, মূখ্য প্রশিক্ষক ড. মোছাম্মৎ কুহিনূর বেগম, আয়েশা খাতুন, উর্ধতন প্রশিক্ষক উম্মে হাবিবা, প্রশিক্ষক হেলাল উদ্দিন, ফারিহা ইয়াসমিন, সুমন্ত রুদ্র পাল, রাকিবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা সহ শিক্ষার্থীরা।
পিঠা উৎসব উদ্ভোধন শেষে অধ্যক্ষ ভূইয়া এটিএম ওবায়দুল্লাহ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং স্টল মালিকদের সাথে কথা বলেন। পরে এটিআই অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট আয়োজিত পিঠা উৎসবে ১০টি স্টল অংশ গ্রহণ করে এবং বাহারি জাতের পিঠা প্রদর্শন করে।