কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী ফকির (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আরশ আলী ফকির উপজেলার ডাকঘর গ্রামের বতুল্লা মিয়ার ছেলে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় প্রথম ট্রান্সফরমার চুরি করে দ্বিতীয়টি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরশ আলী ফকির। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরশ আলী ফকিরের বিরুদ্ধে পূর্বের একটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান ওসি।