G-X8PRCEGCWT

গোলাপগঞ্জে সড়কে ঝরলো দুই প্রাণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩
গোলাপগঞ্জে সড়কে ঝরলো দুই প্রাণ, আহত ৩

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অটোরিকশায় মোট ৫জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জের হাজিপুর এওলাটিকর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, রোববার বিকেল ৫টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১১-৩৩৬৩) এর সাথে বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-১৬৮০) সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী ও এক পুরুষ যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অটোরিকশায় মোট ৫জন যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ফারুফ (৪০) এবং রাশিদা (৩৮)। তাৎক্ষণিক নিহত ও আহতদের পুরো পরিচয় জানা যায়নি। তবে, তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

 

ওসি বলেন, ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক ও হেল্পার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। এঘটনায় এখনো রাস্তায় দীর্ঘ যানযট লেগে আছে। পরিস্থিতি স্বভাবিক করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

শেয়ার করুন