হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রায়হান মিয়া (৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের মানিক মিয়ার পুত্র ও স্থানীয় এক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার বিকালে বাড়ির পশ্চিম পাশে পুকুরে পা ধুতে গিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।