সিলেট নগরের বিভিন্ন স্থানে অবস্থানরত পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট।’
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারলের অর্থায়নে এসব খাবার বিতরণ করা হয়।
পরিষদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাত ৯টা থেকে নগরের কদমতলি, রেল স্টেশন, চৌহাট্রা, শাহি ঈদগাহ ও শাহজালাল মাজারে ঘুরে পথশিশু ও ছিন্নমূল মানুষের হাতে এসব খাবার তুলে দেন।
খাদ্য বিতরণকালে সাথে ছিলেন- অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ, সহ-সভাপতি আব্দুল রাবু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক রাজু আহমদ, অর্থ সম্পাদক ইয়াছির আরাফাত, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সুবচন সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম ও সদস্য আবিদ আহমদ প্রমুখ।