সদ্য ঘোষিত সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এর আওতাভুক্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ।
শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিকর জামে মসজিদ সংলগ্ন তামিমের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কোহেল্স কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আমন্ত্রণ জানিয়ে নেতৃবৃন্দদের অভিনন্দন জানানো হয়।
পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদের সঞ্চালনায় অভিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (চেয়ারম্যান), রফিকুল ইসলাম শাহপরান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, জাসাস’র সভাতি জয়নাল আহমদ রানু, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকে উবায়দুর রহমান ফাহমী, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন ও জেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, কবির আহমদ, আমিনুর রশিদ টিপু প্রমুখ।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসন এলাকায় জন্ম নেওয়া জেলা বিএনপির নেতৃবৃন্দগণ ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দলকে সুসংগঠিত করতে আগামীর কর্মপরিকল্পনা ঠিক করা হয়।
উল্লেখ্য, তামিম ইয়াহিয়া সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক-প্রকাশক প্রয়াত অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের ছেলে। বিজ্ঞপ্তি