ঝড়বৃষ্টি উপেক্ষা করে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার।
গত শুক্রবার (৩০ জুন) বিকেল থেকে সোমবার (০৩ জুলাই) পর্যন্ত প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলা সহ বিভিন্ন বাজারের প্রতিটি অফিস ও ব্যবসায়ীসহ পথচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং কুশল বিনিময় করতে দেখা যায়।
শুভেচ্ছা বিনিময় শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং উপস্থিত সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার কাছে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে হিংসা, বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোখন উদ্দিন বেপার, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলি আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াসীম আকর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তাঁরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, মধ্যনগর উপজেলার যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দীপক, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, যুবলীগ নেতা বুরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোস্তফা কামাল, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুকন মিয়া, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্তী, যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক আবদুল হক, আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আহবায়ক অমিত হাসান, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার, রুম্মান মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জহির রায়হান, ছাত্রলীগ নেতা নাদিমুল ইসলাম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, চামারদানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মমিনুর রেজা জনি, রুপম, আশরাফুল ইসলাম রাজন, প্রমুখ। বিজ্ঞপ্তি